You are viewing a single comment's thread from:
RE: জলাবদ্ধতা ।। আমাদের কি কোনই দায় নেই!!!!
একটা শহরের বা একটা এলাকার জলবদ্ধতার জন্য কি শুধুমাত্র সেই নগরকর্তাই দায়ী?
নগরকর্তার এখানে তো আমি কোন দোষই দেখতে পাই না ভাই। কারণ আমরা যে পরিমাণে পরিবেশ নোংরা করি তাতে নগরকর্তা আর কত দিকে খেয়াল রাখবে তাই বলেন। যতদিন না আমরা সাধারন মানুষ যারা আছি সচেতন হচ্ছে ততদিন এই সমস্যার পরিত্রাণ হবে না। এটা শুধুমাত্র যে ঢাকা শহর এ ঘটে সেটা কিন্তু নয়, আমাদের কলকাতাতেও সামান্য বৃষ্টি হলে এখন ভেসে যায়। কারণ ড্রেন বা বড় বড় নর্দমা গুলো নোংরা দিয়ে ভর্তি।
মজার ব্যাপার কি জানেন ভাই, আমরাই যখন ইউরোপ আমেরিকা তে থাকি তখন ভুল করেও নোংরা করার সাহস পাই না । অথচ নিজের দেশের ভালো মন্দ কেউ বুঝি না। এই তো আমাদের দেশপ্রেম।