এখন আপনি ভাবতেছেন আরে এগুলো কেউ বিশ্বাস করে নাকি?
না না আমি আসলে ব্যাপারটা সেই ভাবে চিন্তা করছি না। এখনো গ্রামাঞ্চলে কিছু কিছু মানুষ রয়েছে যারা এই ব্যাপারগুলোতে বিশ্বাস করে এবং এই কথাগুলো শুনলে প্রচন্ড পরিমাণে ভয় পায়। বিশেষ করে যখন বলা হয় যে আপনার সন্তানের মৃত্যু অবধারিত, যদি এটা না করেন। তবে এই ব্যাপারগুলো এখন হয় কিনা সেটা সম্পর্কে আমার একটু সন্দেহ আছে।
তবে আমি অবশ্যই আশায় থাকবো কেউ একজন আমাকে ফোন করে বলুক সে জ্বীনের বাদশা। কারণ
জ্বীনের বাদশারও যে একটা ফোন নাম্বার আছে সেটা আমার জানা দরকার।
দাদা সামনে পর্বে যে চমক থাকবে তা দেখলে মাথা ঘুরবে।