একসময় আমারও প্রচন্ডরকম মাথা গরম হত। ছোটখাটো বিষয় হলেও মাথা গরম হয়ে যেত, তবে এখন প্রচন্ডরকম স্থির মস্তিষ্কের হয়ে গেছি। আসলে আমাদের আশেপাশে সব সময় এমন কোন না কোন ঘটনা ঘটে যাতে মনে হয় যে তীব্র প্রতিবাদ করি। তবে আমি মনে করি মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান আরো ভালোভাবে সম্ভব।
এমনটা আমি নিজের ক্ষেত্রে করতে পারলে মন্দ হতোনা।