You are viewing a single comment's thread from:

RE: বর্ষার দিনে গ্রামের হাটে ভয়ঙ্কর এক ঘটনা প্রতক্ষ্য করা

এই বেদেদের ব্যাপারে আমি নিজেও দেখেছি যে গ্রামের মানুষের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে। তাদেরকে আসলে সবসময়ই অবহেলার চোখে দেখা হয়। আমাদের গ্রামেও বছরের একটা সময় তারা আসতো এবং দুই তিন মাস তাবু গেড়ে মাঠের ভেতর থাকত। কিন্তু তাদেরকে এতটাই অবহেলা করা হতো যে কুকুর বিড়াল হয়ত তাদের থেকে অনেক বেশি ভালো। যদিও এই ব্যাপার গুলো এখনকার যুগে হয় কিনা সেটা আমার জানা নেই। তবে দাদা তোমার ঘটনাটা শুনে সত্যিই আমার কাছে অনেক বেশি কষ্ট লেগেছে। কারণ বেদের মেয়ে হয়েছে বলে তাকে বিপদ থেকে উদ্ধার করা যাবে না...! অন্তত বাচ্চাটার কথা চিন্তা করে হলেও তো সবার এগিয়ে যাওয়া উচিত ছিল।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 77468.36
ETH 1494.03
USDT 1.00
SBD 0.67