আপনাদের কি মনে আছে, আমি মাঝে যে একটা আইনি ঝামেলায় পড়েছিলাম, সেই সময় কিন্তু ওর যে বড় ভাই পুলিশে কর্মরত আছে, সেই কিন্তু আমাকে সহযোগিতা করেছিল।
এই ব্যাপারটা জানতাম না শুভ দা। আজই পোস্ট পড়ে জানতে পারলাম।
মানুষকে অবশ্যই মরতে হবে এটা তো নিশ্চিত। তবে সেটা যদি হয় কষ্টের মৃত্যু তাহলে তো কোন কথাই নেই। আপনার বন্ধুর বাবা তার স্ত্রীর মৃত্যুর পর এমনিতেই খুব একা হয়ে গেছিল। তারপর আবার ছেলেপেলে পাশে না থাকার কারণে আরও বেশি কষ্টে জীবন যাপন করতে হয়েছে তাকে। আমি শুধু চিন্তা করছি মানুষটা মৃত্যুর সময় কতটা কষ্ট নিয়ে মরেছিল।
জীবন এমনি রে ভাই, কিছুই করার নেই। সবাইকেই যেতে হবে শুধু আগে আর পরে। তবে ভদ্রলোক বেশ ভালোই হতাশাগ্রস্থ ছিল। কারণ একাকীত্ব তাকে ঘায়েল করে ধরেছিল ।