You are viewing a single comment's thread from:
RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৬ (বিবিধ)
১.আইনস্টাইনের বিখ্যাত ধাঁধাটি সমাধান করতে পারার সম্ভাবনা রয়েছে পৃথিবীর দুই থেকে তিন শতাংশ মানুষের মধ্যে।
২. ভাঁড় মানেই তো নাপিত, তার মানে নাপিতই ছিল।
৩.ডন কুইক্সোট এর মৃত্যুর কথা এবং তিনি বাড়ি ফেরার পরে অসুস্থ হয়ে মারা যায়।
৪.রবিনসন ক্রুসো- উপন্যাসের সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
৫.মাদারীপুর জেলায়,কালকিনি থানার মাইজপাড়া গ্রামে।
৬.চিতার তুলনায় চিতাবাঘ বেশি শক্তিশালী এবং হিংস্র।
৭.ইন্দোনেশিয়ায় পাওয়া একটি বড় প্রজাতির লিজার্ড বা টিকটিকি।
৮. থলিটির নাম হলো লাইসোজোম।কোষে খাদ্যের অভাব দেখা দিলে লাইসোজোম এর বাইরের স্তর নষ্ট হয়ে যায় এবং এনজাইম বের হয়ে এসে সমগ্র কোষকে হজম করে ফেলে।এই প্রক্রিয়ার নাম অটোফ্যাগি।
৯.হাইড্রোজেন বোমা।
১০.গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ চ্যাট বটের নাম Bard AI