এই একই গল্পটা আমি আমার ঠাকুর মা এবং ঠাকুরদার মুখে শুনেছি। এটা আসলেই একটা গল্প, এরকম ঘটনা কারো সাথেই ঘটেনি। আমি যখন এই গল্প শুনেছিলাম তখন আমার বয়স সাত কিংবা আট।
বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে এবং অন্ধকার রাস্তা দিয়ে আসছে তারপর একটা বিড়াল পিছু নিয়েছে এইসব আর কি। এই গল্পটা একসময় আমার মুখস্ত ছিল, তবে অনেকদিন পর গল্পটা শুনলাম। এই গল্পের আরো কিছু অংশ রয়েছে যেটা আপনি শেয়ার করেন নি।
আসলে এই ঘটনাটি আমার আব্বু এবং দাদার সাথে ঘটেছিল।আর আমার আব্বুর মুখে শুনেছিলাম তাহলে এটি যে একটা গল্প হতে পারে এটা আমার সত্যি জানা ছিল না। আর এটি আসলেই কিন্তু বাস্তবিক ঘটনা।