আপনি তো তাও মাঝেমধ্যে ভার্সিটিতে যান, আমি তো ভার্সিটিতে যাওয়া বন্ধ করেছি অনেক আগেই। শুধুমাত্র পরীক্ষা দিতে যাই।
প্ল্যান এর কথা বলছেন, আমি তো জীবনেও প্লান করে আজ অব্দি সাকসেসফুল হয়নি। হঠাৎ হঠাৎ করে প্লান করে বাড়ি থেকে বেরিয়ে যাই।
আর বাংলাদেশে কি নিয়মিতই এরকম লোডশেডিং হয় নাকি... আগেও কার একটা পোস্টে যেন পড়েছিলাম।
না দাদা ঝড় বৃষ্টির সিজন আসতেছে,তাই গাছের ডালপালা কাটার জন্য কাল অফ ছিল।আমি তিন বছরে একদিনও ক্লাস করি নি।