You are viewing a single comment's thread from:

RE: মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে।

দিনশেষে ভালো মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে ব্যাপারটা খুব কঠিনও বটে। অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আমি জাস্ট দুটো উদাহরণের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমটা আপনি যে আমানত গচ্ছিত রেখেছিলেন বলছেন, সেটা হয়তো আপনি রাখেন নি অথবা দুইজন মিলে ষড়যন্ত্র করে ভাগ যোগ করে খেয়ে নিয়েছে। হা হা হা... আর দ্বিতীয় ব্যাপারটা হলো, ভিক্ষুকদের সাথে খারাপ ব্যবহার করা একদমই উচিত নয়, আপনার যদি সমর্থ্য না থাকে আপনি দিতে নাই পারেন। তাই বলে একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করার অধিকার আপনার নেই, এটা খুবই খারাপ কথা। আমাদের ভিতর থেকে এমনিতেই মানবিকতা দিনদিন হারিয়ে যাচ্ছে, এটা নিয়ে আসলে বলার কিছু নেই।

Sort:  
 2 years ago 

ঘটনা কি আপনি কি তাদের দলে আছেন নাকি😉😉,তা না হলে তাদের চিন্তা ধারা আপনি বুঝলেন কেমনে😃😃

আসলে এরকম একটা ঘটনা আমার সাথে রিসেন্টলি ঘটেছে। সেরকম একটা পোস্ট অলরেডি আমি লিখে রেখে দিয়েছি। কিছুদিন পর হয়তো শেয়ার করব। তখন বুঝতে পারবেন যে এই ব্যাপারটার সাথে আমার ব্যাপারটা অনেকটাই রিলেটেড। আমি মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করিনা। নিতান্তই যদি লিমিট ক্রস করে ফেলে তাহলে ব্যাপারটা আলাদা।

 2 years ago (edited)

না না এভাবে বললে কাজ হবে না,ব্যাপারটা তদন্ত করা উচিত আপনি সাথে জড়িত কিনা😉😉।

ঠিক আছে, আমার তাতে কোন সমস্যা নেই। আপনি এক কাজ করেন, তদন্ত শুরু করে দেন যদি হতে অফুরন্ত সময় থাকে। যদি কোন কিছু খুঁজে পান তাহলে আমাকে ইনফর্ম করতে পারেন।😂

 2 years ago 

আমার এত সময় কই,যা চলে গিয়েছে এটা আর পাওয়ার আশা করি,একদিন সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 90329.45
ETH 2286.75
SBD 0.63