You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন ১৩১ || মশা মারতে কামান দাগা হয় কেন?
১৮ শতকে যুক্তরাষ্ট্রে যখন ইয়েলো ফিভার মহামারি আকারে ছড়িয়ে পড়ে তখন দেখা যায় তার প্রধান কারণ হলো মশা এবং একটা হোটেল আইডেন্টিফাই করা হয় আর দেখা যায় সেই হোটেলের আশেপাশে এই মশা প্রচুর রয়েছে, যেখান থেকে আসলে রোগ ছড়াচ্ছে। তখন কামান দিয়ে সে হোটেলটাকে উড়িয়ে দেয়া হয় এই রোগের পরিসমাপ্তি ঘটানোর জন্য। সেখান থেকেই আসলে এই কথার উৎপত্তি। তবে এটা আমার উত্তর নয়, একটু মজা করে বলতে হবে আর কি। আসলে এখনকার যুগের মশাগুলো হেলিকপ্টারের মত বড় বড় হয়ে গেছে। চোখের সামনে দিয়ে এমন ভাবে উড়ে বেড়ায়, মনে হয় যেন নাকের সামনে দিয়ে হেলিকপ্টার শব্দ করতে করতে চলে গেল। তাছাড়া হিসেব করে দেখা গেছে যে হেলিকপ্টার বা এই ধরনের আকাশবাহি যানবাহন কামান বা অন্যান্য বড় বড় গোলাবারুদ ছাড়া ধ্বংস করা সম্ভব নয়। সেক্ষেত্রে মশাও ছোটখাটো হেলিকপ্টার। তাই তাকে ধ্বংস করার জন্য কামান ছাড়া কোন অপশন নেই। |
---|
বাবারে আপনি দেখি কামান দাগার মতই উওর নিয়ে হাজির😜😜।
বেশি কথা বললে আপনাকেও কামান দিয়ে উড়িয়ে দিতে পারি।🤣
কি সাংঘাতিক।এ দেখি ডাকাত😜😜
আপনি আমার আজকের পোস্টটা পড়েন নি। তাহলে বুঝতে পারতেন আমি কি ছিলাম🤣
মশা মারতে ছোটো খাটো যুদ্ধ হয়ে গেলো যে 🤣
কিছু করার নেই। এদের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে গেছে। গার্লফ্রেন্ডরাও কানের দ্বারা এত ঘ্যানঘ্যান করেনি, এই মশাগুলো যতটা করে।