You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৩
ওগো মোর প্রিয়তমা জেগে থাকো বুকে
মনের আকাশে হও সন্ধ্যারও তারা,
সুখের প্রদীপ জ্বালো ভরো আলো সুখে
এ জীবনে দুখ যেন না দেয় গো ধরা ।
হৃদয়ে তোমারে ধরে স্বপ্ন সারাবেলা
খুঁজে পাই রাত্রিদিন কবিতার ভাষা,
সাজানো মনের বাগে অলিদের মেলা
বর্ণেতে অমর হবে এই ভালোবাসা ।
বাহ অসাধারন হয়েছে ভাই।