শীত কালে মিষ্টি রোদ সেই রোদ গরম কালে হয়ে যায় ঠাডা পড়া রোদ
কারণ তখন সূর্য কিছুটা পৃথিবীর কাছে চলে আসে।🥺 যেমনটা মাঝে মধ্যে সুন্দরী মেয়েরা আমার কাছে আসে আর বলে দাদা তুমি দেখতে খুব মিষ্টি।🤣
পুরো রাজশাহী ঘুরে মাত্র এই কয়টা ফটো তুলেছেন আমি তো ভেবেছিলাম আজ ফটোর বন্যা হয়ে যাবে। যাইহোক অনেকটা হতাশ হয়ে বাড়ি ফিরতে হলো। তবে ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালই ছিল।
আহা, সুন্দর মেয়েদের তো মাথা খারাপ আপনার কাছে যাবে,তবে সুন্দরী মেয়েদের কাছে আপনাকে দাদা হিসাবেই ভালো লাগে।মনে মনে ভাবে এটাকে দাদা বানালেই ভালো তা না হলে পরে যদি এই ছেলে কি না কি বলে ফেলে😉😉