You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১০
শরিফ মিয়া আনারস মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। আর জলিলের মার্কা ছাতা। একদিন রাস্তায় কথা হচ্ছিল তাদের-
শরিফ: বুঝলা জলিল, ভোটে কিন্তু আমিই পাস করব। কেন জানো? আমার দলের কর্মীরা যখন রিকশায় ওঠে রিকশাঅলার খোঁজখবর নেয়। রিকশা থেকে নামার সময় তাকে ১০ টাকা বকশিশ দেয়। আর বলে, ‘ভাই, ভোটটা কিন্তু আনারস মার্কায়ই দিয়েন।’
জলিল: না রে শরিফ, ভোটে আমিই জিতব। কারণ, আমার লোকেরা রিকশায় উঠেই রিকশাওয়ালাকে গালিগালাজ করে। রিকশা থেকে নামার সময় ১০ টাকা কম দেয়। আর বলে, ‘ওই ব্যাটা, ভোটটা কিন্তু আনারস মার্কায় দিবি।’
জলিল সাহেবের লোকদের আপনার মতই বুদ্ধি। এত বুদ্ধি কই রাখেন🤣🤣
Steemit এর একটা গোপন চেম্বার আছে। সেখানে জমা করে রাখি।😁
ওরে উল্টো বুদ্ধি।
না হলে তো নির্বাচনে জেতা যাবে না😁😁
এটা ঠিক নির্বাচনে জিতাটাই আসল।কার কি হলো দেখার সময় নেই।
বাপরে বাপ এরকম বুদ্ধিও যে মানুষের হয় তা আজকে প্রথম জানলাম।😜😜
নেতা মন্ত্রীদের অনেক চালাকি বুদ্ধি থাকে তো। না হলে নির্বাচন জিতবে কেমনে। খিক খিক খিক.....😁😁
পরের বার ভাবছি আমার বিপরীতে আপনাকে নির্বাচনে দাঁড় করিয়ে দেব। হিহি 🤣 জলিল, শরীফ অনেক নির্বাচন করলো এবার আমাদের পালা।
কথা ঠিক। হা হা হা 🤣