সুপারনোভা, নিউট্রন স্টার, ব্ল্যাক হোল এই বিষয়ে গুলো সম্পর্কে যতই জানি না কেন, মনে হয় আরো অনেক বেশি এবং বিস্তারিত জানতে ইচ্ছা করে। শুধু এই বিষয়গুলোই বলছি কেন, মহা বিশ্ব তথা মহাকাশ সম্পর্কে আমার জানার আগ্রহ ছোটবেলা থেকে প্রবল ভাবে ছিল। ও আর একটা কথা নিউট্রন স্টার আর নিউটন স্টার এ একটু গলমিল হয়ে গেছে মনে হয় সিয়াম ভাই।
শুরুতেই বলেছি নিউটন স্টার মূলত তার সূর্যের কেন্দ্রে থেকে সৃষ্টি হয়
ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ আপনাকে।