স্বার্থসিদ্ধির জন্য ভালোমানুষটির সাজ,
স্বার্থ ফুরোলেই অমাবস্যার চাঁদ ।
স্বার্থ ফুরালেই মানুষের আসল রুপ চলে আসে দাদা, তখন নিজের উপরেই অনেক ঘৃণা আসে যে কাকে বিশ্বাস করেছিলাম, তখন নিজেকে আর শান্ত রাখা সম্ভব হয় না।
সমগ্র বিশ্বকে বিশ্বাস করে ঠকেছি,
প্রিয়জনকে বিশ্বাস করে ঠকেছি,
পরকে বিশ্বাস করে যেমন ঠকেছি,
আপনকে বিশ্বাস করেও তেমনই ঠকেছি।
প্রিয় দাদা, পৃথিবীতে এক জায়গায় থাকতে হলে সবাইকে নিজে থেকেই ঠিক থাকতে হয় কিন্তু আমরা নিজেরা ঠিক থাকতে পারিনি, আমি এটা বুঝতে পারতেছি কবিতাটি লিখতে আপনার অনেক কষ্ট হয়েছে, আমাদের ক্ষমা করবেন প্রিয় দাদা।