DIY" পেন্সিল আর্ট - হাতের মধ্যে গাছের চিত্র অঙ্কন || 10% for shy-fox 🦊
আসসালামু আলাইকুম \ আদাব
আজ ১৫ই-ভাদ্র-১৪২৯ বঙ্গাব্দ
- আর্ট পেপার
- 4B পেন্সিল
- জেলপেন
- রুল কাঁটার
- কাটাকেম্পাস
- রাবার
- স্কেল
প্রথমে আমি পেন্সিল দিয়ে হাতে অর্ধেক অংশ আর্ট করে নিলাম।
এরপর আমি আগে পেন্সিল দিয়ে পুরো হাতটি আর্ট করে নেই এরপর কালো জেল পেন দিয়ে পুরো হাতটি আবারও আর্ট করলাম।
এরপর হাতের উপরে পেন্সিল দিয়ে একটি ছোট গাছ আর্ট করে নিলাম।
এরপরে জেল পেন দিয়ে গাছের পাতা আর্ট করে নিলাম।
এরপর কাটাক্যাম্পাস এবং পেন্সিল দিয়ে একটি বৃত্ত আর্ট করে নিলাম মূলত এটিকে চাঁদ হিসাবে আর্ট করেছি।
এরপর গাছটিতে সবুজ জেল পেন দিয়ে পাতা এবং গাছটি সবুজ কালার করে নিলাম।
এরপর হাতের মধ্যে যে মাটির অংশ টুকু আছে সেখানে ডিপ খোঁয়ারি কালার করে নিলাম।
এরপর হাতের মধ্যে পেন্সিল দিয়ে হালকা করে কালো করে নিলাম।
এরপর বৃত্তের চারি পাশ দিয়ে পেন্সিল দিয়ে কালো করে নিলাম এখন মনে হচ্ছে মাঝখানে একটি মিষ্টি চাঁদ।
এরপর আর্টটি সম্পুর্ন হয়ে গেলে স্বাক্ষর হিসেবে আর্টির নিচে আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।
- প্রিয় বন্ধুরা এই ছিলো পেন্সিল দিয়ে হাতের মধ্যে গাছের চিত্র অঙ্কণ, আশা করি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি।
💞-খোদা হাফেজ-💞
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলা আমার মাতৃভাষা, আমি একজন ছাত্র এবং এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমার আগ্রহ, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি পেন্সিল দিয়ে হাতের মধ্যে গাছের চিত্র। চিত্রটি রং করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
I voted for you, you vote for me. Please help me
এক কথায় জাস্ট অসাধারণ হয়েছে আপনার ড্রয়িং টি। ড্রয়িং টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গাছটি সবুজ রং করার কারণে ড্রইং টি খুব বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। সত্যি চমৎকার ভাবে আর্ট করেন আপনি। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ওয়াও হাতের মধ্যে গাছের চিত্র অঙ্কন খুবই দারুণ ছিল। আপনি বেশি দারুন একটি চিত্রাংকন করেছেন। খুবই সুন্দর একটি আইডিয়া ছিল এটি। এত সুন্দর একটি হাতের মধ্যে গাছের চিত্র অঙ্কন আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার আর্টটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি সবসময় সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করেন।আর সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে।এত সুন্দর আর্ট আমাদেরকে উপহার দাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
বেশ দারুন ছিল হাতের মধ্যে একটি গাছ, মনমুগ্ধকর একটি পরিবেশ চমৎকার ছিল আপনার ড্রইং করার দক্ষতা শুভকামনা রইল।
ওয়াও হাতের মধ্যে গাছের চিত্র খুবই সুন্দর হয়েছে। খুবই শিক্ষামূলক একটি পোস্ট আসলে আমাদের প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ করা। আপনার এই অঙ্কিত চিত্রটি অনেক অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে। খুবই ভালো লাগলো চিত্রটি দেখে।
আপনার অঙ্কিত চিত্র অংকনটি আমার খুবই পছন্দ হয়েছে।হাতের মধ্যে গাছের চিত্র অংকন জাস্ট ফাটাফাটি হয়েছে ভাইয়া। দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। চিত্রাংকনের প্রত্যেকটা ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং আমার আর্টি আপনার ভালো লেগেছে জেনে আমিও অনেক খুশি হলাম ভাইয়া।
হাতের মধ্যে গাছের চিত্র অঙ্কন করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি সব সময় দারুন দারুন চিত্র অঙ্কন করে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া এই সুন্দর চিত্রটি শেয়ার করার জন্য।
আপনি পেন্সিল আর্ট অনেক সুন্দর করে হাতের মধ্যে গাছের চিত্র অঙ্কন করেছেন। দেখতে খুব অসাধারণ সত্যিই আপনি অনেক গুনী শিল্পী। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।