আমার পরিচিতি মূলক পোস্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

20230507_181729_0000.png

আসসালামু আলাইকুম। আমি আফরোজা। আমার ইউজার নেম @roza321। আমার বয়স ১৯ বছর। বর্তমানে আমি অনার্স প্রথম বর্ষের একজন ছাত্রী। আমি আমার অবসর সময় গান শুনে, মুভি দেখে, বই পড়ে, চিত্রাঙ্কন করে কাটাতে পছন্দ করি। আমি রান্না করতে খুবই ভালোবাসি। আমার সবথেকে ভালো লাগে ভিন্ন ভিন্ন কিছু খাবার বানাতে। আমি স্বভাবগতভাবে খুবই শান্ত এবং কম কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ঘোরাফেরা করতে খুব একটা ভালো লাগে না তাই আমি একটু ঘরকোণে।

IMG_20230504_191224-01.jpeg

IMG_20230505_215733-01.jpeg

সবুজ প্রকৃতি, গাছ লাগাতে ও নতুন নতুন মানুষের সাথে মিশতে আমার ভালো লাগার আরো কিছু বিষয়। এছাড়াও আমার ইউটিউব দেখে বিভিন্ন সময় বিভিন্ন DIY তৈরি করতে ভালো লাগে।

IMG_20211231_173113-01.jpeg

IMG_20211231_172255-01.jpeg

বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন আরো পাঁচ বছর আগে। আমি আমার ভাই বোনদের মধ্যে সবার ছোট। পরিবারের সকলের ছোট সদস্য হওয়ার সেই সুবাদে প্রচন্ড আদরে বড় হয়েছি। পরিবারের কাছে যখন যে আবদার করেছি তখন তাই পেয়েছি।

IMG_20230507_171556.jpg

আমার ছোটবেলা থেকে এটাই শখ বড় হয়ে নিজে কিছু করার। পড়াশোনার পাশাপাশি সব সময় চেয়েছি কিছু একটা করার। যাতে করে নিজে হাত খরচাটা পরিবারের কাছ থেকে চাইতে না হয়। কিন্তু আমার পরিবারের মানুষরা সব সময় চেয়েছে আমার পড়াশোনার যাতে কোন ক্ষতি না হয়। তাই আমার প্রবল ইচ্ছা থাকলেও কখনো তারা আমাকে পড়াশোনার পাশাপাশি কিছু করার সেই সমর্থনটা দেয়নি। কেননা পড়াশোনা ঠিক রেখে পাশাপাশি অন্য কাজ করাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে ওঠে সকলের জন্য । তাই পড়াশুনা এবং কাজ দুইটা একসাথে চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না এমনটাই ভেবে নিয়েছে আমার পরিবার।

IMG-20221024-WA0010.jpg

IMG_20220629_165239.jpg

তবে বর্তমানে আমার পড়াশুনা চাপ যেহেতু অনেকটাই কম এবং এখন আমি অনেকটাই ফ্রি থাকি সব সময় তাই চিন্তা করলাম আমার এই অবসর সময়টাকে আমি অযথা নষ্ট না করে কোন একটা কাজের সময় দেই।

স্টিমিট সম্পর্কে আমার আরো অনেক আগে থেকেই ধারণা ছিল তবে সময় এবং সুযোগের অভাবে আমার এই প্লাটফর্মে কাজ করা হয়ে ওঠেনি। আমি মনে করি এই প্লাটফর্মটা মেয়েদের ঘরে বসে নিজের প্রতিভা বিকাশে মাধ্যমে অর্থ উপার্জন করা সব থেকে বড় একটি সুযোগ। এছাড়া ও মুসলিম সমাজে মেয়েদের যেহেতু বাহিরে কাজ করার খুব একটা অনুমতি নেই তাই ঘরে বসে অর্থ উপার্জন করার এটিই সর্বোত্তম প্রন্থা ।

আমি "আমার বাংলা ব্লগ" এর মত এমন সুন্দর এবং পরিছিন্ন একটি কমিউনিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করছি । আশা করছি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন। আমার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন।

Sort:  
Loading...
 2 years ago 

আপু আপনি অনেক দক্ষতার সঙ্গে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন, আপনার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো তবে পরিচিতিমূলক পোষ্টে অবশ্যই #abb-intro tag
ব্যবহার করতে হবে এখনি এডিট করে সঠিক করুন।
ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু। এখন ঠিক করে নিয়েছি।

 2 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসে এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96135.63
ETH 2796.94
SBD 0.66