আমি এর আগে কখনো ডালের মিল দেখিনি। আজকেই প্রথমবারের মতো আপনার পোস্টটি পড়ে এটা নিয়ে কিছু অভিজ্ঞতা হল আপু। ম্যানেজারের তাস খেলার ব্যাপারটা আমার কাছে অতি সাধারণ লাগলো। কারণ এই জাতীয় মানুষজনের কাজের থেকে অকাজটাই বেশি থাকে যে কোন জায়গায়। হিহিহিহি। তবে যে মানুষগুলো প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাদের জন্য ডাল উৎপাদন করছেন তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা উচিত।
আপু টাইটেল টা আর প্রথম ছবির ক্যাপশনে ডালের পরিবর্তে ডালি হয়ে গেছে। একটু সংশোধন করে দিলে আরো সুন্দর লাগবে দেখতে।
ধন্যবাদ ভাইয়া ভুলটা ধরে দেওয়ার জন্য, আসলে সামনে সামনে দেখতে সত্যি অনেক ভালো লাগে।