কক্সবাজার এমন একটা জায়গা যেখানে ভালো লাগার কোন কমতি নেই। বারবার যেতে ইচ্ছে করে। অফিসের সবাইকে ম্যানেজ করে খুব মজা করে ঘুরে এসেছেন বড়দা। ভিডিওটা চমৎকার লাগছিল দেখতে। শীতকালে হালকা কুয়াশায় মোড়ানো রাস্তায় লং জার্নি করতে মন্দ লাগে না। আর সমুদ্র পাড়ের সৌন্দর্য বরাবরের মতোই মনোমুগ্ধকর।
হ্যা একদম ঠিক বলছিস তুই। শীতের রাতে লং জার্নি অনেক ভালো লাগে। তারপর আবার সেই পছন্দের কক্সবাজার ভ্রমন। সব মিলিয়ে অনেক ভালো একটা সময় পার করেছি। ধন্যবাদ তোকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।