বর্তমান সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরেছেন আপনার লেখার মাধ্যমে। আমার তো মনে হয় এই অ্যান্ড্রয়েড ফোন গুলোই যত নষ্টের মূল। অবশ্য সব কিছুরই ভালো এবং খারাপ দুইটা দিক থাকে। আমরা কেন যেন খারাপের দিকেই বেশি ঝুঁকে পরি। আর সবার সামনে কথা বলতে বলতে মোবাইলে স্ক্রলিং করা এক রকমের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। আমার মনে হয় না এভাবে চলতে থাকলে আমরা সুস্থ থাকতে পারবো। দিনদিন মানসিক রোগীতে পরিণত হবে। একটা মজার ব্যাপার কি জানেন তো, আমরা নিজেরাই এই কথাগুলো বলছি , আবার দেখা যাবে একটু পর আমি নিজেই এসবের পিছনে ছুটছি। তবে আমি পারতো পক্ষে চেষ্টা করি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার।
আমি জিনিসটা অনেক আগে থেকেই ফলো করি দাদা। ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে থাকলে ফোন হাতে নেইনা। খুব খারাপ লাগলে বই পড়ি৷ আর সোশ্যাল মিডিয়া আপনার মত আমিও রেস্ট্রিক্ট করে দিয়েছি। ধন্যবাদ দাদা আপনার মন্তব্যটি অনেক সুন্দর ছিল।