যে জায়গাতে আমরা বেড়ে উঠেছি ,আমাদের শৈশব কৈশোর যেখানে পরিণত হয়েছে সেখানে যতবারই ফিরে যাওয়া যাবে ততবারই প্রশান্তির দেখা পাওয়া যাবে বড়দি। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বড় পরিবার গুলো দিনকে দিন ছোট পরিবার হয়ে গেছে। আমি নিজেও এমন একজন ভোক্তাভোগী। ভীষন মনে পড়ে সেই দিন গুলোর কথা। কত ভালো সময় ছিল! যাই হোক তবে বাড়িতে ভগবানের মন্দিরে দেখে ভীষণ তৃপ্তি পেলাম বড়দি। ঈশ্বর আমাদের সকলকে সুস্থ রাখুক এটাই প্রার্থনা 🙏🙏🙏
হ্যাঁ ছোড়দা যেখানে আমাদের জীবনের অনেক গুলো সময় পার করে আসি সেখানে ফিরে আসলে অনেক প্রশান্তি অনুভব হয়।আগে প্রায় প্রতিটি পরিবার যৌথভাবে দেখা যেতো কিন্তু এখনকার দিনে কেউ আর যৌথ থাকতে চায় না এটা হলো সবচেয়ে বড় সমস্যা।হ্যাঁ ছোড়দা আমাদের বাড়িতে ভগবানের মন্দির আছে এবং আমাদের বাড়িতে বারো মাসে তেরো পূজা হয়ে থাকে।অনেক অনেক ধন্যবাদ।ঈশ্বর আপনার মঙ্গল করুক এই প্রার্থনা করি ছোড়দা।🙏🙏❤️
❤️❤️ 🙏🙏🙏🙏।