You are viewing a single comment's thread from:
RE: স্পেশাল মালটা চা সাথে আন্তরিক আতিথেয়তা।। 10% beneficiary to @shy-fox
আসলে এমন কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে যায় চলার পথে যাদের সাথে কখনো দেখা হয়নি হয়তো কিন্তু সম্পর্ক টা কথা বলতে বলতেই অনেক গভীরে চলে যায়। ঠিক যেন একটা আত্মিক সম্পর্ক। আমরাও এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে এই জীবনে। যাই হোক আপনার ভালো মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো ভাই। আর ভাবা পিঠা, মালটা চা, সবই আমার প্রিয়। কোন দিন একসাথে খাব,, আর বিলটা আপনার হাতেই ধরিয়ে দেন হিহিহিহি। তবু যেন ভাই একটু শান্তি পায়।
সবসময় আপনাকে স্বাগতম জানাই ভাই। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।