আহা কি দারুন গান অ্যাড করেছেন দাদা ভিডিওটার সাথে 👌। এক মনে তাকিয়ে দেখছিলাম আর গানটা শুনছিলাম। কখন যে ধুম করে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। দারুন ছিল পুরো আয়োজনটা ❤️। আমিও প্রকৃতি ভালোবাসি। ইট পাথরের এই শহর থেকে এমন নিরিবিলি কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে খুব। একটু হলেও তো নিজেকে খুঁজে পাওয়া যাবে তাহলে।
হ্যা ঠিক বলছিস একদম। ইট পাথরের শহর থেকে নিরিবিলি কোথাও হারিয়ে যেতে অনেক ভালো লাগে নিজেকে চাংগা করে নেয়ার জন্য। অনেক ধন্যবাদ তোকে মন দিয়ে পোস্ট টা পরার জন্য।