আরে বাহ বাহ ঘোরাঘুরি বেশ ভালই হচ্ছে তো দেখি 👌👌। শীতকালে তোমাদের ওইদিকে একবার ঘুরে আসতে পারলে বুঝতে পারতাম উত্তরবঙ্গের ঠান্ডাটা আসলে কতটা তীব্র হয়। হিহিহিহি। ভীষণ মিষ্টি লাগছে কুহুকে এবং কুহুর মাকে 😀। আর খাবারগুলো তো মনে হচ্ছে হাত দিয়ে আমাকে ডাকছে । ভালো থেকো দিদি সব সময়।