You are viewing a single comment's thread from:
RE: || জগদ্ধাত্রী পূজা প্রবর্তনের ইতিহাস ||
সত্যি বলতে ভাই আমি নিজেও তোমাকে বলে বোঝাতে পারবো না এই পোস্টটা আমার কতটা ভালো লেগেছে। তুমি জানো আমি মায়ের কতখানি ভক্ত এবং মাকে কতটা বিশ্বাস করি। ইতিহাসের সত্যি মিথ্যা জানিনা । তবে মা আছেন এবং আমাদের সবাইকে তার কৃপায় রেখেছেন এটাই সবথেকে বড় কথা। সারা জীবন মনে থাকবে তোমার আজকের এই পোষ্টের কিছুটা সারাংশ। আর মায়ের পুজোতে যাওয়ার তো একটা ইচ্ছা আছেই। মা যেন খুব তাড়াতাড়ি আমার এই মনবাঞ্ছা পূর্ণ করেন 🙏🙏
জয় মা 🙏
মা তো অবশ্যই আছেন।কোনো না কোনো ভাবে তিনি তোমাকে,আমাকে,আমাদের দেখছেন।
তুমি চিন্তা কোরোনা, মা -ই তোমাকে তাঁর পুজোতে নিয়ে আসবে।