আজকের মেহেদি ডিজাইন টা একদম ফাটাফাটি লাগছে 👌👌। আপনি প্রতিনিয়ত নতুন কিছুর চেষ্টা করেন এ ব্যাপারটা আমার সত্যিই অসাধারণ লাগে আপু। আর সত্যি বলতে এ আর্ট টা দেখে রীতিমতো মাথা ঘুরে গেছে। কারণ অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন ছিল নিশ্চয়ই। মিষ্টি একটা কাজ। কারো হাতে এভাবে মেহেদী করে দিলে আরো সুন্দর ফুটে উঠবে।
কার হাতে আর এভাবে মেহেদি দিব? আপনার বউয়ের হাতে দিতে পারি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।