সত্যি বলতে লেখাটার ভেতর বেশ ভারী ভারী কিছু শব্দ ছিল যেমন সুপারনোভা, ব্ল্যাক হোল, নিউট্রন স্টার । ঠান্ডা মাথায় এই টপিক নিয়ে কেউ যদি না পড়ে তাহলে কিছুই ঢুকবে না মাথায়। নিউট্রন স্টার এই বিষয় টা পুরোপুরি নতুন ছিল আমার কাছে। লেখাটা যখন পড়ছিলাম তখন শুধু ভাবছিলাম এই মহাবিশ্বের কত কিছু এখনো অজানা আছে আমাদের কাছে! আর এর চৌম্বক ক্ষেত্রের মান দেখে রীতিমতো মাথা ঘুরছিল মনে হয়। ভালো একটা টপিক সিলেকশন করেছেন ভাই। এর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পর্বগুলো মিস করবো না।
আচ্ছা নিউটন স্টার এবং নিউট্রন স্টার দুইটা কি একই জিনিস? লেখার মাঝে মাঝে নিউটন স্টার পেলাম তাই জিজ্ঞেস করলাম।
২টি একই বিষয়, পোস্টের মাঝে হয় তো একবার টাইপিং মিসটেক হয়েছে। আপনার মত পাঠক পেলে লেখার আগ্রহ বেড়ে যায় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।