আপু দুইদিন বাইরে গিয়েছিলাম রঙিন কাগজ আর আঠা কিনে আনার জন্য,, বন্ধু দের সাথে আড্ডায় পরে ভুলে গেছি। আপনার পোস্ট দেখার সাথে সাথে মাথায় হাত পরলো। বেশ চমৎকার লাগছে কাগজ দিয়ে বানানো রঙ্গিন এই বিড়ালছানা টিকে। আপনি কতটা ধৈর্য আর মন দিয়ে কাজগুলো করেন সেটা আপনার কাজের ফিনিশিং দেখলেই বোঝা যায়। মিষ্টি একটা কাজ উপহার দিয়েছেন আপু।
এর পরের বার গেলে পিঠের সঙ্গে লিখে নিয়ে যাবেন যে রঙিন কাগজ কিনতে হবে । তাহলে আর ভোলার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।