ভাই প্রথমেই ধন্যবাদ জানাই আজকে সকাল সকাল ওঠার জন্য। কারণ আপনি সকাল সকাল না উঠলে এত সুন্দর মৃদু কুয়াশা মোড়ানো সকাল আর দেখা হতো না। এ বছর মনে হয় আপনার ছবিতেই প্রথম এমন মিষ্টি কুয়াশায় সকাল দেখলাম। ছবি গুলো যেমন সুন্দর তুলেছেন সেই সাথে নিজের কথা গুলোও বেশ চমৎকার করে লিখেছেন। ভালো লাগলো খুব ভাই পোস্ট টা।
হ্যা দাদা সকাল বেলা ঘুম থেকে না উঠলে এমন সুন্দর একটি সকাল উপভোগ করা হতো না ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য