You are viewing a single comment's thread from:
RE: প্রথেবারের মত “অ্যাশেজ” এর লাইভ কনসার্টে 🤟 (দ্বিতীয় পর্ব)
সম্ভবত ২০১৭ এর শীতের মাঝে আমাদের ক্যাম্পাসে আসছিল অ্যাশেজ। শেষ রাত পর্যন্ত মাতিয়ে রেখেছিল পুরো ক্যাম্পাস। ইভান ভাই স্টেজে উঠলে সাউন্ড সিস্টেমের চাইতে দর্শকের গলার আওয়াজ বেশি পাওয়া যায়, এটাই সত্যি। অনেক দিন পর এভাবে লাইভ কনসার্টের ভিডিও দেখে সত্যি ভালো লাগলো। আর ম্যানেজ মেন্টের এমন দুর্দশা মেনে নেওয়ার মত না একদমই।
হ্যাঁ ভাই অন্য কিছু। উনি যে ব্যান্ডটাকে এত তাড়াতাড়ি দাঁড় করাবেন এবং দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর তালিকায় নিয়ে যাবেন সেটা কেউই ভাবতে পারিনি। তবে ওনার গানগুলা বেশিরভাগই একটা জেনারেশন কে ট্রিগার করে বানানো এই জন্য আবার আমার ভালো লাগেনা। 😁