You are viewing a single comment's thread from:

RE: কবিতা "জীবন ও মৃত্যু"

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকের লেখা টা পড়ে কিছুক্ষণ চুপ করে ছিলাম দাদা। জীবন নিয়ে এর চাইতে ভালো লেখা আর কি হতে পারে! সত্যিই দাদা জীবন বড্ড সহজ সরল, এখানে ভাল বীজ বপন করলে ভালো ফল পাবো, আর খারাপ হলে খারাপ ফলন। এটা চিরন্তন সত্যি । কিন্তু এই কথা টাই আমরা কজন উপলব্ধি করি! নিজের খেয়ালখুশিতে চলে হেলায় হেলায় জীবনের অর্থটা কেই নষ্ট করে ফেলি। আর মৃত্যু ব্যাপারটা নিয়ে বলতে গেলে বলবো, মাঝে মাঝে যখন কোন দেহের সৎকার করতে শশ্মানে যাই, মনে হয় আমাদের প্রকৃত গন্তব্য এখানেই। কদিনের জন্য পৃথিবীতে এসে কত কিছুর মাঝে জড়িয়ে পরি। প্রণাম নেবেন দাদা 🙏🙏

Sort:  

Thank You for sharing Your insights...

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101747.77
ETH 3677.44
SBD 2.55