দাদা, আপনার ছেলে বেলার সব খেলার সাথে আমিও মোটামুটি ভালই পরিচিত। যদিও ক্রিকেট, ক্যারাম, ব্যাডমিন্টন ফুটবল এসবই বেশি খেলা হত। আপনার গল্প গুলো যখন পড়ছি তখন আমিও যেন শৈশবে ফিরে গিয়েছিলাম। কত দিন খেলার মাঠে গিয়ে খেলি না। তবে দাদা এই যে খেলা গুলোর নাম বললেন, বর্তমান সময়ের শিশুরা সবগুলো খেলার মজা কি পাবে আদেও !!! গ্রাম গুলোও এখন শহর এর মত হয়ে গেছে। আর স্মার্ট ফোন হাতে পেয়ে ছেলেমেয়েরা খেলাধুলা ভুলেই গেছে বলা যায়। আর এখান থেকেই আমার কেন যেন মনে হয় বর্তমান সময়ের অনেক ছেলে মেয়েদের মাঝে মূল্যবোধের অনেক অভাব তৈরি হয়েছে। মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় না। ছেলেবেলার নানান গল্প পড়তে বেশ ভালই লাগে দাদা। পরবর্তী কোন গল্পের অপেক্ষায় রইলাম।