পরিবারের জন্য নতুন ফোন 🥰🥰।
নমস্কার,
অনেকদিন হলোই ভাবছি বাড়ির জন্য একটা নতুন ফোন কেনা দরকার। স্যামসাং এর পুরোনো একটা এন্ড্রোয়েড আছে। ওটার সার্ভিস আর আগের মত নেই। একবার টাচ করলে কয়েক সেকেন্ড পর মনে হয় উত্তর দেয়। মা বাবার পক্ষে ওটা ইউজ করা একটু সমস্যা। আসলে বাবা মা এন্ড্রোয়েড খুব ভালো ইউজ করতে পারে না। কিন্তু দিদি, ভাগ্নে আমি ও নানান আত্মীয় স্বজনদের সাথে মাঝে মাঝে ভিডিও কলিং এর জন্য একটা ফোন দরকার খুব। তাই নতুন ফোন নেওয়ার চিন্তা ভাবনা মনে চলে আসে।
এবার ফোন নেওয়ার আগে থেকেই ভেবে চলেছি ফোনটা আমি নিজে থেকেই কিনে দেব বাড়িতে। যদিও আমার বর্তমানে কোন চাকরি তে যোগদান করা নেই। কিন্তু আমার বাংলা ব্লগের কল্যাণে একটু একটু করে কিছুটা সাবলম্বী হতে পেরেছি। তাই ওখান থেকে জমানো টাকা থেকেই ফোন নেওয়ার কথাটা মাথায় আরো চেপে বসলো বেশি।
ফোন কেনার আগে বার বার ভাবছি কি ফোন নেওয়া যায়। আসলে আমার বাজেট খুব বেশি না। অল্পের মাঝে মোটামুটি একটা ভালো ফোন নেওয়া গেলেই হবে। নিজের সাধ্য অনুযায়ী সুখ।
অনলাইনে ফোনের সব দাম ঘাটাঘাটি করার পর মোটামুটি নিশ্চিত করে নিয়েছিলাম যে রিয়াল মি ব্র্যান্ডের ফোন নেব। ওদের প্রোডাক্ট বেশ ভালো দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। তো যথারীতি ফোন কেনার জন্য বেড়িয়ে যাই। শো রুমে গিয়ে মাথা ঘুরে গেল। এটার চাইতে ওটা ভালো, ওটার চাইতে এটা ভালো। দাম এর পার্থক্য ১৫০০ থেকে ২০০০ টাকা। আমি পরে গেলাম ভেবাচেকা তে।
প্ল্যান করে গেলাম এক রকম। পরে প্ল্যান পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেল। সব কিছুর মাঝে থেকে রিয়াল মি C31 মডেল টা খুব ভালো লাগলো। নতুন এসেছে একদম বাজারে। সবচে বড় কথা ফোনটার লুক আমার খুব ভাল লাগলো। তাই আর অন্য কিছু চোখ না দিয়ে ওটাই নিয়ে নিলাম ।
ফোন কেনার সময় তেমন কোন ছবি তুলতে পারি নি। কয়েকটা তুলেছিলাম। সেগুলোই আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম। একটা ব্যাক কভার আর প্রটেক্টর লাগিয়ে নিয়েছিলাম।
বাড়িতে ফোন নিয়ে যাওয়ার সাথে সাথে মা বাবাকে ডেকে দেখালাম ফোন টা। খুব খুশি হলো মা। তবে বলছিল যে, এই ফোন তো আমি চালাতেই পারবো না, কিনে দিয়ে কি হবে 😊। আর বাবা বলছে, নতুন ফোন তো মনে হয় তোর জন্যই নিলি , দুই দিন পর তোর পুরোনো ফোন আমাদের দিয়ে বলবি যে নতুন টা আমি চালাই 🤪🤪🤪। কি আর বলি বলুন তো।
এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনারাও খুশি হয়েছেন আমার পরিবারের জন্য নতুন ফোন টা দেখে। আজ এখানেই রাখছি।
সকলে ভালো থাকবেন।
ভালবাসার মানুষকে নিজের কাছে আগলে রাখবেন
প্রথমে আপনাকে নতুন ফোন কেনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নতুন ফোন কেনার অনুভূতি খুবই অন্য রকম হয়ে থাকে। আসলে আপনি নতুন ফোন কেনার অভিজ্ঞতা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এত অসাধারণ পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ ভাই ।সবসময় এভাবে পাশে থাকবেন ❤️
কংগ্রাচুলেশন ভাইয়া।নতুন ফোন কেনার জন্য আপনাকে অভিনন্দন। সত্যি নতুন ফোন দেখলে খুব ভালো লাগে। আপনি আপনার পরিবারের জন্য নতুন ফোন কিনেছেন শুনে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এই ফোনটার লুক অনেকটাই আইফোন এর মত দেখছি।অবশ্য আমিও সেদিন এক ফোনের রিভিউ দেখেছি ইউটিউব এ।আর যেহেতু পরিবারের জন্য নিয়েছেন সেই হিসেবে কনফিগ এর দিকে না তাকিয়ে লুক দেখে নিয়েছেন এটাই ভালো হয়েছে।
হ্যাঁ ভাই আইফোন এর মতই দেখতে এজন্যই নিয়েছি। বাড়িতেই ব্যবহার করবে মা-বাবা, তাই অত কনফিগারেশন দেখিওনি। ধন্যবাদ ভাই
আইফোন এর ডিজাইন করা এই ফোনে দেখতে অনেক সুন্দর লাগছে। রিয়েল মি ফোনের ক্যামেরা অনেক সুন্দর হয়। আশা করি ভালো সার্ভিস পাবেন এই ফোন থেকে। ফোন কেনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
দেখতে সুন্দর এজন্যেই তো নিলাম ভাই, এখন দেখা যাক সার্ভিস কেমন দেয়। অনেক ধন্যবাদ ভাইয়া।
পরিবারের জন্য কিছু কিনতে পারলে সত্যি ভালো লাগে এক অসাধারণ অনুভূতি কাজ করে। আপনার ভেতরে সে অনুভূতি কাজ করছে সেটা জানি। তবে আপনি যে আমার বাংলা ব্লগ থেকে ইনকামের টাকা দিয়ে পরিবার জন্য ফোন কিনেছেন সেটা আমাদের জন্য সত্যিই আনন্দদায়ক। এত সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যা আপু, একটু একটু করে জমিয়ে করেছি। আমার নিজেরও অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।
আমি ২০০৯ সালে বাবাকে একটি মোবাইল ফোন কিনে দিয়েছিলাম । মডেল টি হচ্ছে নকিয়া ১২০৮ । সেই ফোন টি এখনও বাবা ব্যবহার করছে। সব থেকে মজার বিষয় হলো এই এত বছরে আমি কম করে হলেও ৩০ টি ফোন চেঞ্জ করেছি বিভিন্ন কারনে কিন্তু বাবার টা এখনও ঠিক একি রকম আছে। কিভাবে জানি না।আর ঐ যে বললেন এই ফোন কি চালাতে পারবে কিনা সত্যি তাই আমার বাবা এবং মা একি রকম কথা বলে।
হা হা। মনে রাখবেন কিন্তু ওটা কিন্তু নেওয়া যাবে না। সুন্দর হয়েছে মোবাইল টি।
কি বলবো দাদা, আমারও একই অবস্থা। বাবা বাবার বাটন ফোন গুলো এখনও অক্ষত আছে। এর মাঝে আমারও চার টে ইউজ করা হয়ে গেল। অনেক ধন্যবাদ দাদা।
নতুন মোবাইল কেনার অনুভূতি থাকে আলাদা থাকে। এটা যদি মা-বাবাকে কিনে দেওয়া হয় তাহলে তো কথাই নেই। আসলে মা-বাবার জন্য কিছু কিনতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার আর অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপনার পরিবারের জন্য এই মোবাইল কেনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য
হ্যা ভাই এটুকু করতে পেরে অনেক খুশি হয়েছি আমি নিজেও। ধন্যবাদ ভাই
রিয়েল c31 এই মোবাইলটির প্রসেসরটি মোটামুটি ভালো ফলে প্রতিদিন এর ব্যবহারের জন্য মোবাইলটি মন্দ নয়। ঠিক বলেছেন ভাই মোবাইল কেনার সময় সামান্য কিছু বাজেটের জন্য ভ্যাবাচাকা খেয়ে যেতে হয়। পরিবারের জন্য দারুন একটি পছন্দ ছিলো ভাইয়া ধন্যবাদ আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দেখা যাক ভাই পারফরম্যান্স কেমন দেয়।
আপনি বলার আগেই বুঝে ফেলেছি যে নতুন ফোনটির আপনার পরিবার হাতে পাওয়া মাত্র অনেক আনন্দিত। তবে দোয়া করব আপনাদের পরিবার যেন আনন্দঘন মুহূর্ত কাটে সর্বসময়।
অনেক ধন্যবাদ ভাই।