অমিত দার নিমন্ত্রণে ✌️😊

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,,

অমিত দার ওখানে অনেকদিন ধরেই যাওয়া যাওয়া করছি কিন্তু যাওয়াটা আর হচ্ছিল না। দাদা এর আগে অনেকবার যেতে বলেছে। নানান কারণে পিছিয়ে যাচ্ছিল বারবার। তো গতকাল আর মিস করি নি। বেশ লম্বা সময় পর দুইভাই একসাথে কিছুটা সময় কাটিয়েছি নিজেদের মত করে।

IMG20221217170521.jpg
Location

IMG_20221219_113607.jpg
Location

IMG_20221219_113625.jpg
Location

বিয়ের পর মানুষ দেখি বেশ পরিবর্তন হয়। আমি রুমে ঢুকে অবাক। দেখি সবকিছু কত সুন্দর গোছানো। বৌদি বাবার বাড়ি গেছে। তারপরেও এত চমৎকার গোছানো। @amit1334 দাদা তো এত গোছানো ছিল না কখনোই 😉😉। হিহিহিহি।

দাদা বাসার বেলকুনি গুলোতে অনেক ধরনের ফুলের গাছ লাগিয়েছে। খুব সুন্দর লাগছিল বেলকুনি গুলো দেখতে। রান্না ঘরের বেলকুনিতে আবার টমেটোর গাছও দেখলাম। আর রুমের ভেতরে বেশ কয়েকটা ইনডোর প্লান্ট লাগানো আছে। যেটা বুঝতে পরলাম সবই বৌদির হাতের ছোঁয়া।

IMG20221217170308.jpg
Location

IMG20221217171035.jpg
Location

IMG_20221219_113653.jpg
Location

ও হ্যাঁ যে কথা টা না বললেই নয়, অমিত দা দারুন রান্না করতে পারে। অনেক দিন বাদে দাদার হাতের রান্না খেলাম। একদম তৃপ্তি নিয়ে খেয়েছিলাম যেন। দুই রকমের সবজি, মুরগীর মাংস, আর বাঁধা কপির পকোড়া 👌। গল্পে গল্পে একদম জমিয়ে খেলাম দুই ভাই। তারপর তো এটা সেটা নিয়ে নানান কথা হলো।

IMG_20221219_113550.jpg
Location

সন্ধ্যা বেলা অমিত দা কে নিয়ে বাইরে গেলাম। শীতের টুকটাক কিছু কেনাকাটা করলাম। ছুটির দিনে দাদা যে একটু রেস্ট নেবে সেই সুযোগটা আর দেই নি, হিহিহিহি। আমার জ্বালাতনে দাদাকেও ছুটতে হয়েছে এদিক সেদিক। আরো একটু জ্বালাতন হয়তো করতাম, কিন্তু দাদা বলেছে ওটা দাদাই কিনে দেবে 😉😅✌️। তাই আর বেশি চাপ না নিয়ে চা খেয়ে বাড়ির দিকে রওনা দেই।

কিছু সম্পর্ক হয়তো সম্পর্কের চাইতেও উর্ধ্বে থাকে। বন্ধন গুলো যেন কোথায় গিয়ে খুব পাকাপোক্ত। দুষ্টু মিষ্টি এই ভালোবাসা গুলো সবার জীবনে থাকুক। সম্পর্ক গুলো অটুট থাকুক সারা জীবন।

Sort:  
 2 years ago 

ধন্যবাদ সজিব আমার পচা রান্না খেয়ে প্রশংসা করার জন্য, তবে সজিব গাছ গুলো আমার লাগান বউদির না। অল্প সময়ের জন্য কাছে পেয়ে বেশ ভালো সময় কেটেছে তার জন্য তাকে ধন্যবাদ, ভালো থাকিস সারা জীবন এই কামনা করি।

 2 years ago 

ওরে বাবা রে, দাদা দেখি পুরাই ফরমাল কথা বলে 😅। আমরা আমরাই তো দাদা ❤️❤️✌️।

 2 years ago 

অনেক ভালো একটা সময় কাটিয়েছেন অমিত দাদার সাথে। সত্যি বলতে তার বাসা টি অনেক সুসজ্জিত কারণ খুব সুন্দরভাবে ফুল দিয়ে বেলকনি সাজিয়েছে,আর দেখতে ও চমৎকার লাগছে। আর উনি যে রান্নাবান্নায় অনেক পাকাপোক্ত সেটা কিন্তু রেসিপি দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

দাদা সব ব্যাপারেই বেশ দক্ষ ভাই। মন ভালো করে দেওয়া একজন পাবলিক। খুব ভালো সময় কাটে দাদার সাথে । অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। ভালোবাসা রইলো।

 2 years ago 

আপনারা দুই ভাই মিলে তো দেখছি দারুন একটি সময় কাটিয়েছিলেন। উনার বাড়ির বেলকনিতে গাছালিতে ভরা দেখতে ভালই লাগলো। আর অমিত ভাই আপনাকে রান্না করে খাওইয়েছে যেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই অল্প সময় হলেও বেশ ভালো একটা মুহুর্ত কেটেছে দুই ভাইয়ের। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 2 years ago 

আসলেই দাদা কিছু সম্পর্ক হয়তো সম্পর্কের চাইতেও উর্ধ্বে থাকে। যাক সেসব কথা আপনার বন্ধুর বাসায় বেড়ানো আর খাওয়া দাওয়ার গল্পটি বেশ ছিল। মাঝে মাঝে চলে যাবেন এধরনের মন খোলা বন্ধুর কাছে। দেখবেন বেশ ভাল লাগছে।

 2 years ago 

উনি আমার বন্ধু না আপু,, বড় দাদা। তবে আমরা খুব ফ্রেন্ডলী মিশি। খারাপ লাগলেই আমি দাদার বাড়ি চলে যাই। ভালো থাকবেন আপু। অনেক ধন্যবাদ।

 2 years ago 

খালি মানুষের বাসায় ঘুরে বেড়ানো😉😉।হ্যা ছেলেরা তো বিয়ের পর গুছানো হয়,তাই তো বলি মাথায় চুল থাকতে থাকতে বিয়ে টা সেরে ফেলুন😉,তা না হয় সবসময়ই এলোমেলো থাকতে হবে।যাই হোক বৌদির হাতের ছোয়ার কত সুন্দর সুন্দর ফুল বেলকুনিতে।এমন একটা বেলকুনি থাকলে আর কি লাগে।যাই হোক অনেক কিছু খেয়েছেন তাহলে অমিত দা এর বাড়িতে😉।আর আপনার তো জ্বালানোরই কাজ সবাইকে। যাই হোক ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

আপনাকে জ্বালাতন করে তারপর জ্বালানোর কাজটা থেকে অবসর নেব 😅। আর দেখতেই তো পাচ্ছেন যে টাকলা হয়ে যাচ্ছি ,, ভাইয়ের জন্য পাত্রী খুঁজতে কি এত সময় লাগে নাকি!!!

 2 years ago (edited)

বিয়ের পর সব ছেলেরাই নিজেদেরকে এবং নিজের ঘরকেও গুছিয়ে নিতে হয়। সবকিছুই নারীদের কারিশমা 🤪।
যাই হোক আপনি আপনার ভাইয়ের সাথে খুব সুন্দর সময় অতিক্রম করেছেন। বারান্দাটা একটু বেশি পছন্দ হলো আমার। কারন সবুজ গাছপালা গুলো আমার ভীষণ পছন্দ।

 2 years ago 

সাথে সাথে প্রশংসা নিজেদের দলে টেনে নিলেন 😅। বাসার বেলকুনি গুলো সত্যিই অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে দাদা ও বৌদি মিলে। আমারও অনেক ভালো লাগে ওখানে গিয়ে। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি দেখছি অনেক ভালো একটা সময় কাটিয়েছেন আমিত দাদার সাথে। বিয়ে করলে সবাই পরিবর্তন হয়,তাহলে আপনি ও জলদি বিয়ে করে ফেলুন - হাহাহা।আসলে অমিত দাদা কেনো আমার মনে হয় বেশির ভাগ ছেলেরাই বিয়ের পরে পরিবর্তন হয়।যাইহোক অমিত দাদা অনেক ভালো রান্না করে জেনে অনেক ভালো লাগল, তাহলে বৌদির একটু চাপ কমবে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কপালে বিয়ে সাধী নেই গো আপু। আমি ভবঘুরে হয়েই থাকবো 😉। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বউয়ের শাসনে হয়তো সবাই এইরকম পরিবর্তন হয়ে যায় যেমনটা যেমনটা আপনার অমিত দা হয়েছে হি হি। অমিত দা যে ভালো রান্না করে এটা বেশ দারুণ লাগল শুনে। বহুদিন পর অমিত দার সঙ্গে বেশ দারুণ সময় কাটিয়েছেন ভাই।

 2 years ago 

বউয়ের শাসন থেকে যদি ভালো কিছু হয় , তাহলে তো বৌ থাকায় ভালো 😀। হিহিহিহি। শুভেচ্ছা রইলো ভাই।

 2 years ago 

ধন্যবাদ সবাইকে আমার শখটাকে পছন্দ করার জন্য আর ধন্যবাদ সজীবকে আমার শখটাকে তুলে ধরার জন্য

#আমার শখের জায়গা
IMG_20220715_005026.jpg

 2 years ago 

ধন্যবাদে পেট ভরবে না বড়দা 😅। গিফটটা তারাতারি চাই ✌️✌️

 2 years ago 

মাঝে মাঝে এমন দাদাদের নিমন্ত্রণে গেলে ভালই খাওয়া দাওয়া হয়,হি হি হি। অমিত দার বাসাটা খুব গুজানো দেখলাম। আর রুমের চার পাশে অনেক ধরনের গাছ দেখতে পেলাম। ঘরে একজন প্রকৃতি প্রেমি মানুষ থাকলে এমন হওয়াটা স্বাভাবিক। ধন্যবাদ দাদা।

 2 years ago 

হ্যাঁ ভাই খাওয়া দাওয়া যেমন হয়েছে মজাও হয়েছে বেশ 😊। দাদার সাথে থাকলে সত্যিই বেশ ভালো সময় কাটে। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83869.48
ETH 2099.37
USDT 1.00
SBD 0.63