নিজের জন্য পারফিউম কিনতে যাওয়া
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে লাইফ স্টাইল রিলেটেড একটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করব। আসলে কয়েকদিন আগে আমি নিজের জন্য পারফিউম কিনতে গেছিলাম, সেই সম্পর্কে এই ব্লগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আসলে আমাদের ডেইলি ব্যবহারের জন্য পারফিউম আমরা সবাই ব্যবহার করে থাকি। এর ব্যবহার আমাদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেয়। এই পারফিউম এর ব্যবহার কিন্তু সারা বছর ধরে করা হয় । আসলে বাড়িতে আমার আগে থেকেই পারফিউম ছিল। তবে এক ধরনের পারফিউম অনেকদিন ধরে ব্যবহার করা হচ্ছিল তাই ভাবছিলাম নতুন কিছু সুগন্ধযুক্ত পারফিউম কিনব। সেই চিন্তা থেকে কয়েকদিন আগে চলে গেছিলাম আমাদের নিকটবর্তী একটি মলে।
এখানে পারফিউম এর বেশ কিছু কাউন্টার আছে। যাইহোক, বেল্লা ভিটা নামে একটা পারফিউম এর এড ইদানিং খুব চলছিল এবং লোকজনের রিভিউ বেশ ভালো পাচ্ছিলাম। এবার শপিং মলে গিয়ে এদের শপ দেখতে পেয়ে তিনটি পারফিউম কিনেছিলাম। আসলে একটা পারফিউম কেনার উপর তেমন একটা অফার পাওয়া যাচ্ছিল না কিন্তু তিনটা কেনার ক্ষেত্রে বেশ অফার ছিল । সেই কারণে মূলত তিনটি কিনেছিলাম। সেই দিন আমি একটু রাত করে এইগুলো কিনতে গেছিলাম। যাইহোক, এইগুলো কিনে বাড়ি ফিরতে ফিরতে তাই অনেকটা লেট হয়ে গেছিল আমার। যাইহোক, এতোটুকুই ছিল আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | মধ্যমগ্রাম, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
পারফিউম ইউজ করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে গরমের দিন তো প্রতিদিন পারফিউম ইউজ করতে হয় আমার। যাইহোক আপনি তো দেখছি ভালো ব্র্যান্ডের তিনটা পারফিউম কিনেছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নিজের জন্য কিছু কিনতে গেলে ভালো ই তো লাগে।আপনি পারফিউমের রিভিউ দেখে সেই পারফিউম কেনার জন্য মলে গেলেন।একটি পারফিউম নিলে অফার না পাওয়াতে আপনি তিনটি পারফিউম নিলেন।আর অফার ও পেয়ে গেলেন।এই কেনাকাটা করতে গিয়ে সেদিন বেশ রাতে বাসায় ফিরেছিলেন।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।