ভ্রমণ || খেয়া তরী ঘুরতে যাওয়া
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে ভ্রমন রিলেটেড একটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করবো। আসলে ভ্রমন করতে আমরা সবাই কমবেশি অনেক ভালোবাসি। কিন্তু সব সময় কিন্তু আমাদের ভ্রমণ করার সুযোগ হয় না। লাস্ট কয়েক মাস ধরে এত ব্যস্ত ভাবে আমার দিন যাচ্ছে খুব বেশি ঘোরাঘুরি সময় পায়নি। তবে পুজোর সময় ঘুরাঘুরি করেছিলাম সেটা আলাদা ব্যাপার। তবে পুজো বাদে আগে যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম সেই ব্যাপারটা হয়না আর কি। যাইহোক,কয়েকদিন আগে আমি একটি জায়গায় ঘুরতে গেছিলাম জায়গাটির নাম হচ্ছে খেয়া তরী। এটি মধ্যমগ্রামের একটি জায়গা। যদিও এই জায়গাটি সম্পর্কে আমার আগে জানা ছিল না। আমার এক বন্ধুর বাড়ি মধ্যমগ্রামে আগেও হয়তো তোমাদের সাথে এই বন্ধুর ব্যাপারে শেয়ার করেছি। আমার এই বন্ধুর নাম হচ্ছে দীপন। সে আবার একটু ঘোরাঘুরি করতে ভালোবাসে, মাঝে মাঝে আমার সাথে প্ল্যান করার চেষ্টা করে। তবে সবসময় সফল হয় না।
তবে দুজনের যেদিন কমন সময় বের হয় সেই সময় ঘোরাঘুরি প্ল্যানগুলো সফল হয়। যাইহোক, আমার এই বন্ধুর কাছ থেকে আমি এই খেয়া তরী জায়গাটা সম্পর্কে জানতে পেরেছিলাম। আসলে এখানে খুব যে বড় জায়গা ঘোরাঘুরির জন্য সেরকম ব্যাপার না। আসলে এখানে সুন্দর পুকুর এবং চারপাশে বসার জন্য বেশ সুন্দর জায়গা রয়েছে। আশেপাশে গাছপালা এবং সুন্দর একটা পরিবেশ অভারল পাওয়া যায়। এখানে গিয়ে গল্প করতে আড্ডা দিতে বেশ ভালই লাগে। বিশেষ করে বিকালের সময় গেলে এখানে বেশ ভালো সময় কাটানো যায়। যাইহোক,বন্ধুর বাড়ি যেহেতু মধ্যমগ্রামে ছিল সেই কারণে আমারও যেতে হয়েছিল তাদের ঐদিকে। এখান থেকে প্রথমে ট্রেনে করে তারপর সেখানে অর্থাৎ মধ্যমগ্রামে নেমে অটো ধরে চলে গেছিলাম এই খেয়া তরী নামক জায়গাটিতে। একেবারে কম পথ সেটা বলবো না বেশ খানিকটা সময় লেগে গেছিল।
যাইহোক, আমার বন্ধু আগে থেকেই সেখানে বসে ছিল আমি গিয়ে দেখেছি বসে বসে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখছে। তারপর আমি যাওয়ার পর সে মোবাইল বন্ধ করে আমার সাথে গল্প করা শুরু করে। আমিও তার সাথে কিছু সময় গল্প করি।তারপর সেখানে বসে আশেপাশের প্রকৃতি গুলোকে একটু উপভোগ করার চেষ্টা করি। আসলে কয়েকদিন আগে ওয়েদারটাও বেশ ভালোই ছিল বিকালের সময়টা বেশ ভালোভাবে এনজয় করা যাচ্ছিল। আর আশেপাশের এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে বেশ কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম।
এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছও দেখতে পেয়েছিলাম। যদিও সব ফুলের নাম আমার জানা ছিল না। যাইহোক, এইখানের আশেপাশে ঘোরাঘুরি একটু করেছিলাম। তাছাড়া এখানে আরও যেসব বসার জায়গা ছিল সেখানে স্থানীয় লোকেরা এসে বসেছিল। কেউ কেউ পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলো। এইসব দেখতে দেখতে আর গল্প করতে করতে আমাদের সেদিন সময়টা কাটে। এই জায়গাটাতে প্রায়ই আমি ৪৫ মিনিটের মতো সময় ছিলাম। এই জায়গার আশেপাশে কিছু খাবারের দোকানও দেখতে পেয়েছিলাম। আমাদের এই ঘোরাঘুরির সময় সেখান থেকে টুকটাক খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। ওভারল একটা ভালো সময় কাটিয়েছিলাম সেই দিনটি।
পোস্ট বিবরণ
শ্রেণী | ভ্রমণ |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | খেয়া তরী, মধ্যমগ্রাম, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝেমধ্যে এভাবে ঘুরতে যেতে আমার কাছে অনেক ভালো লাগে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। যার কারণে দেখতেও ভালো লাগছে। ঘুরাঘুরি করতে অনেক ভালো লেগেছিল। আসলে আশেপাশের এরকম সুন্দর প্রকৃতি দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকা যায় না। আপনার ফটোগ্রাফি গুলো ও আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটা অনুভূতি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।