এই ব্যাপারটা আমাদের সাথে অনেকবার হয়েছে আপু যে দুপুরের ক্লাস সেই বিকেলবেলা নিয়েছে। আসলে আমাদের ইউনিভার্সিটির কিছু শিক্ষক ছিল যারা সব সময় দেরি করে আসতো এবং তাদের ইচ্ছামত ক্লাস নিতো, যেটা আমাদের কখনোই পছন্দ হয়নি। তবে আমরা একটা সময় গিয়ে এই ব্যাপারটার প্রতিবাদ করেছিলাম এবং এই ব্যাপারটা তখন অনেকটাই ঠিক হয়েছিল। আপনারাও এইটার প্রতিবাদ করতে পারেন, না হলে আসলে কিছু কিছু শিক্ষক আছে যারা কোনদিনও আসলে এই ব্যাপারটা নিয়ে ভাববে না।
দেখি কি করা যায়