আসলে আপু ছিনতাই এর ঘটনা এখন সব জায়গাতেই প্রচুর পরিমাণে বেড়েছে। তবে একটা জিনিস জেনে একটু ভালো লাগলো যে, আপনার হাজবেন্ডের পাশে থাকা লোকটিকে ছেড়ে আপনার হাসবেন্ড পালিয়ে আসেনি। এটা কিন্তু উনি খুব ভালো একটা কাজ করেছিলেন। আসলে ছিনতাইকারীরা এত খারাপ হয় যে আপনি খালি মানিব্যাগ কেন, কোন কিছু চাইলেই তাদের থেকে পাবেন না। আসলে ওই পরিস্থিতির ভিতর দিয়ে যারা যায়, তারাই একমাত্র বুঝতে পারে যে কি বিপদে পড়েছিল তারা।
ওরকম অবস্থায় কি পাশের জনকে ফেলে রেখে পালিয়ে আসা যায়। যাই হোক ভাইয়া ধন্যবাদ মন্তব্যের জন্য।
না আপু, সেটা তো ঠিক । আসলেই এরকম অবস্থায় কাউকে ফেলে আসা যায় না।