ডুমুরফল কে জান্নতি ফল বলে থাকে মুসলিম ধর্মে।
এই ব্যাপারটা আমার জানা ছিল না দিদি, আপনার এই পোষ্টের মাধ্যমেই আজ জানতে পারলাম। যাইহোক, অনেক বছর হয়ে গেছে এই ডুমুর খাওয়া হয় না। আসলে আমাদের এখানে সেই ভাবে পাওয়া যায় না, সেজন্যই খাওয়া হয়না। গ্রামে থাকতে অনেক খেয়েছি এইগুলো। এই ডুমুর ভাজা রেসিপি অনেকদিন পর আপনার এই রেসিপি পোস্টে দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল। এত সুন্দর করে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গ্রামে অনেক পাওয়া যায় এই ডুমুর এবং শহরে কিনতে পাওয়া যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।