জীবনে অপ্রাপ্তি আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি আছে। তবে তাই বলে যারা চেষ্টা না করে সেটা নিয়ে আফসোস করে তারা নিতান্তই বোকা। আমিও এটাই মনে করি যে, জীবনে কোন কিছু পেতে হলে কঠোর পরিশ্রম অত্যন্ত জরুরী। অলস ভাবে বসে থাকলে জীবনে কোন আশাই পূরণ হয় না, অপরদিকে মানুষের অপছন্দের পাত্র হয়ে থাকতে হয়।