আমাদের বারাসাতেও তো একটা দিশা আই হসপিটাল রয়েছে দাদা। এখানেও ভালো চিকিৎসা হয়। তাছাড়া এটা ঠিক কথা যে বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই চোখের ছানি পড়ে। সব থেকে আশ্চর্যের বিষয় হল এক চোখে যদি ছানি পড়ে তবে কিছুদিন পরে আবার অন্য চোখেও ছানি পড়ে যায়। যাই হোক, এখন দেখো কোথায় চোখের ছানি অপারেশন করবে দাদা। কারণ টাকা-পয়সারও তো একটা ব্যাপার আছে।