তাহমিদ এর মৃত্যুর কথা মোটামুটি শুনেছিলাম। আসলে ব্যাপারটা অনেক বেশি হৃদয় বিদারক। ছোট্ট ছেলেটা যদি ওই নারীর কথা শুনে বাড়ি ফিরে যেত, তাহলে হয়তো তার এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হতো না এবং তার বাবা-মাকে সন্তানহারা হতে হত না। আসলে মৃত্যু যে কখন, কোথায়, কার লেখা আছে, এটা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারে না। তবে শুধু এটাই চাইবো যে, এই ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে এবং বাবা-মায়ের বুক এভাবে খালি না হয়।
জি ভাইয়া এই হৃদয় বিদারক মৃত্যু মানা যায়না।