প্রায় ৫৬% চাকরিই যদি কোটার ভিত্তিতে দেওয়া হয় তাহলে সাধারণ ছাত্র ছাত্রীদের তো রাগ হবেই। তাছাড়া আমিও আসলে আপনার মত মনে করি যে, একটা দেশের উন্নয়ন করতে হলে সেই দেশের বেকারত্ব কমানো অত্যন্ত জরুরি। কিন্তু আমরা যেভাবে সরকারি চাকরির পিছনে প্রতিনিয়ত ছোটাছুটি করছি, সেটা না করে যদি নিজে কিছু করে প্রতিষ্ঠিত হতে পারি সেটাও কিন্তু কম নয়। আপনার এই কথাটাও কিন্তু যথেষ্ট মূল্যবান আপু।