এটা আপনি ঠিক কথা বলেছেন দিদি, রুটি খুবই সহজ এবং কমন একটা রেসিপি। আর এটা সবাই বানাতে পারে তবে একটা সমস্যা হলো , সবাই গোল রুটি বানাতে পারে না। দিদি, আপনি যে পদ্ধতিতে আজ নরম তুলতুলে রুটি বানিয়েছেন, আমাদের বাড়িতেও ঠিক একই ভাবে এই রুটিগুলো করা হতো আগে। কারন আমার ঠাকুর দাদা নরম রুটি ছাড়া খেতে পারত না। যাইহোক, যদিও আমাদের বাড়িতে এখন এইভাবে আর রুটি করা হয় না। তবে এইভাবে রুটিগুলো তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে।
অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।