আপনার মুখে মনে হয় প্রথমবার শুনলাম যে, কোন মেয়ে ফুল হাতে বেশি সময় রাখতে পারে না, ছিড়ে ফেলে দেয়। হা হা হা...😂😂 আসলে পরীক্ষার সময় আমাদের সকলেরই কম বেশি টেনশন থাকে আপু এবং পরীক্ষা শেষ হয়ে গেলে যে মানসিক শান্তি পাওয়া যায়, তা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আপনারা যে পরীক্ষা শেষে রিলাক্স হয়ে চটপটি খেয়েছেন বান্ধবীরা মিলে, সেটা শুনে অনেক বেশি ভালো লাগলো। যাইহোক, যেহেতু ঈদের ছুটি পেয়ে গেছেন, তাহলে একটু বাড়ি দিয়ে ঘুরে আসেন আপু।
আসলেই ভাইয়া আমি এই কাজটা করি,ওর জন্যই ফুল নিই না শুধু শুধু একটা জীবন নষ্ট করা😁😁।
হিহিহি..🤭🤭😂😂 এটা বেশ দারুন বলেছেন আপনি।
হাহা ফুলেরও তো জীবন আছে😁।