আসলেই দিদি মানুষের চিন্তাভাবনার লেভেলটা অনেক নিচে নেমে গেছে। তাদের ওই সব কথার আসলেই কোন উত্তর হয় না। আর মূর্খের সাথে তর্কে না জড়ানোই ভালো, এটা ঠিক বলেছেন। আপনাকে যে এরকম কটুক্তির সম্মুখীন হতে হয়েছে, এটা জেনে বেশ খারাপ লাগলো। তবে এসব কথায় পাত্তা দেবেন না দিদি। নিজের কাজকে ভালোবেসে করে যাবেন এবং পরে অনেক সফল হবেন। তখন ওই সব কটুক্তি করা মানুষগুলো তাদের উত্তর নিজেরাই পেয়ে যাবে।
ঠিক তাই দাদা বর্তমানে প্রযুক্তি যতো উন্নত হচ্ছে সেই সাথর মানুষের মনমানসিকতা ততোটাই নিচে নেমে যাচ্ছে।আমি এগুলো এখন আর পাত্তা দেই না দাদা।কাজ কে ভালোবাসি অনেক দাদা কিন্তু বিভিন্ন সমস্যার কারণে নিয়মিত হতে পারি না তারপরও চেষ্টা করি দাদা।ধন্যবাদ।