এই কথাটা একেবারেই ঠিক দাদা, মেয়েদের বাড়িতে যতই কাপড়চোপড় থাকুক না কেন, তারা রাস্তায় কাপড়চোপড় দেখলেই দাঁড়িয়ে পড়ে। হা হা হা...😁 তবে আপনার দিদির ধমক খেয়ে যে আপনি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় চলে গেছেন চুড়িদার কেনার জন্য, এটাই সবথেকে মজার বিষয় ছিল। যাইহোক, অনেক ঘাটাঘাটি করে যে শেষ পর্যন্ত চারটে চুড়িদার পিস পছন্দ হয়েছে, এটাই বড় কথা। আজকাল তো মেয়েদের কোন কিছুই পছন্দ হতে চায় না।