কি বলো দাদা! ঝড় হয়েছে আর বিদ্যুৎ যায়নি...? আমাদের এখানে তো সারারাতে বেশ কয়েকবার কারেন্ট চলে গেছিল। তবে তোমাদের ওখানকার পরিবেশ দেখে তো মনে হচ্ছে না যে ঝড় খুব বেশি হয়েছিল । যাইহোক, তোমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো কিন্তু মনোমুগ্ধকর ছিল দাদা।
ছাদে আকাশের দুই রঙ দেখতে পেলাম। পূর্ব দিকের আকাশ মেঘলা হয়ে আছে অথচ পশ্চিমের আকাশ গেরুয়া রঙে রাঙানো।
এরকম দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে।