আমিও দাদা এই ব্যাপারটা খেয়াল করেছি, এই ঝড়ের সময় অনেকেই বলছিল যে, তারা নাকি ঝড়টা খুব উপভোগ করেছে। আসলে প্রান্তিক মানুষদের কথা কিংবা অসহায় মানুষদের কথা কখনোই কেউ চিন্তা করে না। আমি মনে করি, এই বিপদের সময় আমাদের সকলেরই কমবেশি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তোমার এই পোস্ট পড়লে, আশা করি অনেকের ভিতর মানবতাবোধ জাগ্রত হবে কিছুটা হলেও।