You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩৫৯ || স্বপ্নের মাঝে ঘুম ভেঙ্গে গেলে বাকী অংশ দেখার উপায় কি?

in আমার বাংলা ব্লগlast month

স্বপ্নের মাঝে যদি ঘুম ভেঙে যায়, তাহলে তার আগে একটা প্ল্যান করতে হবে। হঠাৎ ঘুম ভাঙ্গার আগেই যে স্বপ্নটা দেখা হচ্ছিল, ওটা ওইখানে দাঁড় করিয়ে রেখে দিতে হবে। যেমনটা আমরা ভিডিও দেখার সময় মাঝেমধ্যে পজ করে রেখে দেই, ঠিক ওইরকম। এরপর যখন আবার ঘুমাতে ইচ্ছা করবে তখন একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কারন অনেক সময় ছেঁড়া কাঁথায় ভালো স্বপ্ন দেখা যায়। এরপর যে জায়গায় স্বপ্নটা দাঁড় করিয়ে রাখা হয়েছিল, সেখান থেকে আবার চালিয়ে দিতে হবে। তাহলেই একমাত্র স্বপ্নের মাঝে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে বাকি স্বপ্নটুকু দেখা সম্ভব।

Sort:  
 last month 

স্বপ্নের জগতে যে পরিমাণ প্রতিযোগিতা রয়েছে, আপনি সেভাবে করতে গেলে অন্য স্বপ্ন হানা দিয়ে তার অবস্থান দখল করে নেবে। স্বপ্নের দেশেও শান্তি নাই এখন😈।

 last month 

স্বপ্নের দেশেও শান্তি নাই এখন😈।

তাহলে এখন কোন দেশে শান্তি আছে ভাই? সেই দেশের নাম বলেন, সেই দেশেই চলে যাব তাহলে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62579.62
ETH 3455.51
USDT 1.00
SBD 2.53